শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

তারেক রহমান হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী সমাবেশে : আবুল কালাম 

মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫  

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন আগামীদিনের প্রধানমন্ত্রী। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় ঐক্য গড়ে তুলে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে হবে।

 

গতকাল শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম। 

 

বিএনপির রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ত করণের লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি এই জনসভার আয়োজন করেন।

 

এসময় তিনি আরো বলেন, একটি বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে তালিমের নামে মহিলাদেরকে বিভ্রান্ত করছে, জান্নাতের টিকেট বিক্রি করছে, এসব 

ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকতে হবে।

 

ভোট আপনার পবিত্র আমানত, দীর্ঘ ১৭ বছর প্রহসনের নির্বাচন হয়েছে, অন্য দল তো পারেই নাই আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে পারে নাই। আপনার টেক্সের টাকায় রাষ্ট্র চলে, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এমন দলকে ভোট দিবেন যে দল আপনার এলাকায় উন্নয়ন করবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে  ব্যাক্তি'র উন্নয়ন হবে না, জনগণের উন্নয়ন হবে। 

 

নতুন প্রজন্মের ভোট হলো ৩০% নতুন প্রজন্মের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়। 

 

 

বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল বাশার কিরণ, প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, এস এম মুনসুর, ইউসুফ হারুন পাটোয়ারী, আব্দুল মুনাফ চেয়ারম্যান।

 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, আবুল কাসেম, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন। 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি শাহ আলম, যুবদল নেতা আব্দুল ওয়াদুদ, এইচ এমন বাবলু, সুমন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ প্রমুখ। জনসভার পূর্বে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।

 

 

এই বিভাগের আরো খবর